জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ৫ টি ন্যায়ের মাধ্যমে ২৫ টি প্রতিশ্রুতি সমাজের সব অংশের মানুষের জন্য পূরণ করা হবে। এই ৫ টি ন্যায়ের মধ্যে একটি হল অধিকার ন্যায়। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে অধিকারের ন্যায় নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব।
এদিন প্রদেশ কংগ্রেস ভবনে নেতৃত্ব বলেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে জাতি গণনার মাধ্যমে সব অংশের মানুষের অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা করা হবে। তারা বলেন, জাত গণনা হলে স্পষ্ট চিত্র সামনে উঠে আসবে কোন জাতির কত শতাংশ লোক আছেন। সেই মতো বাজেট করা হবে।
জাত গণনা হলে আর্থিক- সামাজিক উন্নয়ন হবে। তারা বলেন, এস সি,এস টি, ওবিসিদের জন্য সংরক্ষণের ৫০ শতাংশের বাধ্য বাধকতা দূর করা হবে। যারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে আছে তাদের সংরক্ষণের বিষয়টি দেখা হবে।
Leave feedback about this