2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ইচ্ছুক প্রার্থীদের প্রশিক্ষন দিয়ে আত্ম নির্ভর করে তোলতে হবে : শান্তনা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডাইরেক্টরি অফ স্কিল ডেভেলপমেন্ট ও আগরতলা জিবিপি হসপিটাল ও এ জি এম সি’র যৌথ উদ্যোগে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা মেডিকেল কলেজে। বুধবার এই অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা তার বক্তব্যে উল্লেখ করেন স্কিল ডেভেলপমেন্ট দপ্তর চেষ্টা করছে যে ইচ্ছুক প্রার্থীদের প্রশিক্ষন দিয়ে আত্ম নির্ভর করার জন্য। সে দিক দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আত্ম নির্ভর ভারত করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যে লক্ষ্য নেওয়া হয়েছে সে দিকে এগুতে পারা যাবে। অন্যান্য রাজ্য গুলোর চেয়ে কোন দিকে পিছিয়ে থাকবে না। এই ত্রিপুরা রাজ্য এগিয়ে যাবে। এদিন মন্ত্রী বলেন প্রশিক্ষন প্রাপ্ত সঠিক ব্যাক্তিকে লোণ প্রদান করা যাতে সেই ব্যাক্তি লোণ নিয়ে তা কাজে লাগাতে পারে। কেন্দ্রীয় সরকারের সহায়তায় এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা’র নেতৃত্বে রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আত্ম নির্ভরতার জন্য কাজ করে চলেছে বলেও এদিন উল্লেখ করেন মন্ত্রী।এই অনুষ্ঠানে এদিন অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের সচিব ও দপ্তরের অধিকর্তা সহ জিবি হাসপাতালের সুপার ও অন্যান্যরা।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service