2024-11-19
agartala,tripura
ধর্ম রাজ্য

আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে রাজধানীর ইন্দ্রনগরস্থিত জয় মা কালি সন্তান সংঘের মন্দির প্রাঙ্গন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সেজে উঠছে জয় মা কালী সংঘ মন্দির। আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগরস্থিত জয় মা কালি সন্তান সংঘের মন্দির প্রাঙ্গণ। জোরকদমে চলছে মন্দির সাজিয়ে তোলার কাজ। প্রতিবছর আলোর উৎসবের আগে সাজিয়ে তোলা হয় মন্দির। এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে জয় মা কালি সন্তান সংঘের মন্দির প্রাঙ্গণে বসে মেলা।

পূজা কমিটির এক সদস্য জানান এবার ৫ শতাধিক দুঃস্থের হাতে বস্ত্র তুলে দেওয়া হবে। দীপাবলি উৎসব উপলক্ষ্যে সাজিয়ে তোলা হচ্ছে মন্দিরকে। পূজার দিন ও পূজার পরের দিন মহা প্রসাদ বিতরণ করা হবে। ২০০২ সালে লাল বাবার হাত ধরে জয় মা কালী সন্তান সংঘের মন্দির প্রতিষ্ঠা হয়। মায়ের অধিবাস দিয়ে পূজা শুরু হবে। পূজার দিন সকালে মায়ের স্নান অনুষ্ঠিত হবে। মায়ের স্নানের জন্য লক্ষ্মীনারায়ন দিঘি থেকে জল নিয়ে আসা হবে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service