2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

আসন্ন উপ নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীকে পূর্ণ সমর্থন জানালো সি পি আই এম এল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৫ সেপ্টেম্বর ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। নির্বাচনের দিন যত এগিয়ে আসে ততই যেন এই দুই কেন্দ্রে রাজনৈতিক পারদ তুঙ্গে হয়ে উঠছে। ইতিমধ্যেই প্রার্থীদের সমর্থনে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা পুরো শক্তি নিয়ে ময়দানে নেমে পড়েছে। দুই কেন্দ্রেই মূলত লড়াই হবে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী বনাম বিজেপি প্রার্থীর মধ্যে। নিজ দলের প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে দুই দলের রাজ্য নেতারা। আসন্ন এই উপনির্বাচনের ফলাফলে রাজ্যের সরকার পরিবর্তনের কোন ধরনের সম্ভাবনা না থাকলেও রাজনৈতিক দিক দিয়ে এই ভোট অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। ফলে স্বাভাবিকভাবেই উপভোটের ফলাফল এর প্রভাব পড়বে লোকসভা ভোটে। তাই দুই কেন্দ্রের নির্বাচনকে অনেকটা গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক দলগুলি। ইন্ডিয়া জোটের হাতকে শক্তিশালী করতে আসন্ন উপ নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীকে পূর্ণ সমর্থন জানালো সি পি আই এম এল। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এর সাংবাদিক সম্মেলনে বাম প্রার্থীকে সমর্থনের কথা জানালেন দলে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। এদিন তিনি বলেন রাজ্যে যে অগণতান্ত্রিক পরিবেশ কায়েম হয়েছে তাকে প্রতিরোধ করে রাজ্যে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতেই ধনপুর কেন্দ্রে কৌশিক চন্দ ও বক্সনগরে মিজান হোসেনকে সমর্থন জানায় দল। একই সাথে দুই কেন্দ্রের ভোটারদের প্রতি তিনি আহ্বান রাখেন রাজ্যে ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনতে বামপন্থী প্রার্থীদের জয়যুক্ত করার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service