2024-12-21
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য

আর মাত্র পাঁচ দিন গোটা দেশের সাথে রাজ্যেও সাড়ম্বরে পালিত হবে বড়দিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব যা ২৫শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত হয়। প্রকৃতিগতভাবে একটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও, একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক-খ্রিষ্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয়ভাবনার সমাবেশও দেখা যায়।

উপহার প্রদান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ, এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য, এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদ্‌যাপনের অঙ্গ। আজ ১৯শে ডিসেম্বর আর মাত্র পাঁচ দিন পরে গোটা দেশের সাথে রাজ্যেও সাড়ম্বরে পালিত হবে বড়দিন। এই বড়দিনকে সামনে রেখে ইতিমধ্যে সেজে উঠছে চার্চ ও বিভিন্ন বাড়ি ঘর।

তাছাড়া, এই বড়দিনকে কেন্দ্র করে মন মাতানো রকমারি সামগ্রী দিয়ে দোকান সাজিয়ে তুলেছেন বিক্রেতারা। আজ রাজধানীর শকুন্তলা রোডস্থিত দোকান গুলিতে খ্রীস্ট মাসের পসরা সাজিয়ে বসার চিত্র পরিলক্ষিত হয়েছে। এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্রেতা জানান হিন্দুদের দুর্গোৎসবে যেমন সকলে মাইল আনন্দে মেতে উঠি ঠিক তেমনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই উৎসবে আমরা সবাই মেতে উঠি , এছাড়া বাজারে জিনিসপত্রের চাহিদা রয়েছে এবং আগামীদিনে এই চাহিদা বাড়বে বলে আশা ব্যক্ত করলেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service