2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

আরও একবার মোদী সরকার, এইবার ত্রিপুরায় বামগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে আরও অধিক জন-আস্থায় ত্রিপুরার দুইটি আসনেই রেকর্ড তৈরী করে মোদী জিকে উপহার দিয়ে এক নতুন ও সমৃদ্ধ ভারত নির্মাণে আরও গতি সঞ্চারে আমরা অঙ্গীকারবদ্ধ। আজ আগরতলা টাউন হলে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও মোদী কি গ্যারান্টি শীর্ষক অনুষ্ঠান ও বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনী অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি আরো বলেন, যে ভবিষ্যৎ নির্মাণে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ইস্তেহার তৈরী করবে। আগামীদিনে ভারত নির্মাণের জন্য ত্রিপুরাবাসীর পরামর্শ নেওয়া হবে। তাঁর কথায় ,২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিজেপির যেই বিশ্বাস নিয়ে লড়াই শুরু হয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই বিশ্বাস নিয়ে লড়াই করতে হবে। এদিন তিনি সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ত্রিপুরার কংগ্রেস ও সিপিএমের অস্তিত্ব প্রায় মুছে গেছে। কারণ, ত্রিপুরাবাসীর সমৃদ্ধি কখনো কমিউনিস্ট চায় নি।

২৫ বছরের টানা সিপিএমের রাজত্বে ৩৫ বছরের অভিজ্ঞতাপূর্ন মুখ্যমন্ত্রী মাত্র ১৪ হাজার কোটি টাকার বাজেট পেশ করতেন। কিন্তু ৬ বছরের শাসনকালে বিজেপি সরকার দ্বিগুন বাজেট পেশ করেছে। এদিন তিনি লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে বলেও জানিয়েছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service