জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের সহজেই স্বাস্থ্যপরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। এরমধ্যে অন্যতম হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। এই দুটি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারছেন। কেন্দ্রীয় সরকারের এই দুটি প্রকল্পে দারুণভাবে উপকৃত নিম্ন মধ্যবিত্ত অংশের পরিবারে লোকজন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন্য আরোগ্য যোজনা এর মধ্যেই পাঁচ বছর পূর্তি হল। অপরদিকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের দ্বিতীয় বর্ষপূর্ত। তাই এই দুটি প্রকল্পের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর আগরতলার প্রজ্ঞাভবনে। রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে উদ্বোধক তথা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ডক্টর দেবাশীষ বসু সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক। রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন ইস্ট এক্ট পলিসিতে যেভাবে রাজ্যের উন্নয়ন হচ্ছে তাতে মানুষ চাইছে এখন ত্রিপুরাতে আসতে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এখন অনেকটাই ভালো। রাজ্যে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক মেডিকেল কলেজেরও চিন্তা ভাবনা চলছে। লক্ষ্য একটাই স্বাস্থ্য ব্যবস্থা আরো সুদৃঢ় করা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বহু মানুষ উপকৃত। বিশেষ করে গরীব মানুষের জন্য সেটা অনেকটা লাভজনক ব্যবস্থা। রাজ্যের প্রতিটি অংশের মানুষ যাতে এর সুফল পেতে পারে তার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে রাজ্য সরকার ।
রাজ্য
স্বাস্থ্য
আয়ূস্মান ভারত প্রকল্প থাকায় রাজ্যের গরীব অংশের জনগনও দারুণভাবে উপকৃত হচ্ছেন : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2023-09-30
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this