2024-12-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

আমরা পারিবারিক রাজনীতি করিনা, কংগ্রেস পারিবারিক পার্টি চালান : সাংসদ বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অমিত শাহ আমাকে ত্রিপুরায় না পাঠালে আজও ত্রিপুরা মুক্তি পেত না। সোমবার মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান উৎসবের উদ্বোধন করে এই কথা বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এই রক্তদান শিবির কে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

সোমবার রাজধানীর বটতলায় মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজননকর্মী এসোসিয়েশনের এর উদ্যোগে এক মেগা রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই রক্তদান উৎসবের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।এদিন অনুষ্ঠানে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ধরনের রক্তদান শিবির আয়োজনের জন্য উদ্যোক্তাদের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন ,এই ধরনের রক্তদান শিবি র জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বক্তব্যে বিরোধী দল কংগ্রেসের নেতৃবৃন্দের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন তিনি। তিনি বলেন ,কিছু দল রয়েছে যারা পারিবারিক পার্টি চালান। এই ক্ষেত্রে বিশেষ করে কংগ্রেসের নাম নিতে হয়। ওরা আমাদের পছন্দ করবে না। কারণ আমরা পারিবারিক রাজনীতি করিনা।

তিনি আরো জানান, সাধারণ মানুষের কাজ করতেই রাজনীতিতে আসা। গরিব ঘর থেকে উঠে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এখন পার্লামেন্টে আছেন। পার্টি যে দায়িত্ব দেয় সেটা করার চেষ্টা করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আরো বলেন, আমাদের নেতা নরেন্দ্র ভাই মোদী চায়ের স্টল থেকে উঠে রাজনীতিতে এসে লড়াই সংগ্রাম করে প্রধানমন্ত্রী হয়েছেন। আর বড় বড় পরিবার থেকে যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের ইতিহাস রাজ্যবাসীর জানা। তারাই ত্রিপুরাকে কমিউনিস্টদের হাতে তুলে দিয়েছিল।

তিনি বলেন, অমিত শাস যদি ত্রিপুরাতে তাকে না পাঠাতেন তবে আজ পর্যন্ত ত্রিপুরা মুক্তি পেত না। এই রক্তদান শিবির কে কেন্দ্র করে এদিন রক্তদাতাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। রক্তদাতারা ছাড়াও প্রচুর সংখ্যক মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service