জনতার কলম ওয়েবডেস্ক :- ব্রিসবেন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। অবিরাম বর্ষণে ম্যাচ ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনও এলেন; দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। এর মধ্য দিয়ে কিংবদন্তিতুল্য এই অফ স্পিনারের ভারতের জার্সিতে ১৪ বছরের বর্ণিল ক্যারিয়ার শেষ হলো।
সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। পার্থে প্রথম টেস্টের পরেই অবসর নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পারেননি। তাঁকে করতে দেননি রোহিত শর্মা। দিন-রাতের টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন তাঁকে। সেটা তিনি করেছেন। অবশেষে ব্রিসবেন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অশ্বিন।
অবসরের ঘোষণা দিতে গিয়ে অশ্বিন বলেছেন, ‘ভারতের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের সব সংস্করণে এটাই আমার শেষ দিন। আমার মনে হয়েছে ক্রিকেটার হিসেবে (দলকে) কিছু দেওয়ার খুব সামান্যই বাকি আছে। যা অবশিষ্ট আছে, তা ক্লাব পর্যায়ের ক্রিকেটে দেখাতে চাই।’
উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে মোট ১০৬টি টেস্টে মাঠে নামেন। ২০০টি ইনিংসে বল করে ৫৩৭টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৭ বার। টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন ৮ বার। ম্যাচের তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৫৯ রানে ৭ উইকেট। এক টেস্টে তাঁর সেরা পারফর্ম্যান্স ১৪০ রানে ১৩ উইকেট। অশ্বিন টেস্টে ১৫১টি ইনিংসে ব্যাট করে ৩৫০৩ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ১৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১২৪ রানের।
এছাড়াও রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে মোট ১১৬টি ওয়ান ডে ম্যাচে মাঠে নামেন। ১১৪টি ইনিংসে বল করে ১৫৬টি উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৩টি ইনিংসে ব্যাট করে ৭০৭ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। পাশাপাশি ভারতের হয়ে মোট ৬৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন তিনি। ৬৫টি ইনিংসে বল করে ৭২টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ২ বার। তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৪ রানে ৪ উইকেট। অশ্বিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১৯টি ইনিংসে ব্যাট করে ১৮৪ রান সংগ্রহ করেছেন।
Leave feedback about this