2025-01-10
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজনৈতিক

আটক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী এন এল এফ টির ২ বৈরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের জালে আটক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী এন এল এফ টির ২ বৈরী। বলা চলে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে বিদ্রোহ বিরোধী অভিযান অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সফলতা পেয়েছে পুলিশের। শুক্রবার পুলিশ সামাজিক মাধ্যমে জানিয়েছে গতকাল রাতে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী এন এল এফ টি বৈরী বিশ্বমোহন এবং দলের চীফ শচীন দেববর্মা ও সেক্রেটারি জেনারেল উৎপল দেববর্মাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আগামী দিনেও পুলিশের এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service