2024-12-23
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

আগের সমস্ত সরকারই মহাত্মা গান্ধীর মতাদর্শের কথা ভুলে গেছে : রাজনাথ সিং 

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করার পর এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আজ মহাত্মা গান্ধীর একটি আজীবন মূর্তি উন্মোচন করা হয়েছে তাঁর সমাধি, রাজঘাটের কাছে।

 

 

যেখানে মহাত্মা গান্ধীর মূর্তি দেশ-বিদেশের অসংখ্য জায়গায় স্থাপন করা হয়েছে, সেখানে একটি মূর্তি রয়েছে৷ তাঁর সমাধির কাছে মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করা হয়েছে। একটি বিশাল মূর্তি স্থাপন অবশ্যই একটি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ।”

 

তাছাড়া এদিন তিনি আরও বলেন যে “আমি মনে করি আগের সমস্ত সরকারই মহাত্মা গান্ধীর মতাদর্শের কথা ভুলে গেছে। আমি সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে চাই, প্রধানমন্ত্রী মোদী মহাত্মা গান্ধীর আদর্শকে তাঁর জীবনে গ্রহণ করেছিলেন এবং সেই অনুযায়ী মানুষের সেবা করেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির প্রথম কাজ ছিল ‘স্বচ্ছ ভারত’। মহাত্মা গান্ধীই আসলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা বলেছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service