জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২৩ নভেম্বর থেকে সাত দিনের হেরিটেজ ফেস্ট অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে যুব বিকাশ কেন্দ্র। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে এই অনুষ্ঠান হেরিটেজ ফেস্টে দেশের ২৫ টি রাজ্য এবং ভুটান নেপাল ইন্দোনেশিয়া ও বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন মোট কথা হলো এবছর আন্তর্জাতিক রূপ পেতে চলেছে নেহেরু যুব বিকাশ কেন্দ্রের দ্বিতীয় হেরিটেজ ফেস্ট।বহু ভাষা এবং জাতির দেশ এই ভারত বর্ষ দেশের কৃষ্টি সংস্কৃতি ভৌগোলিক অবস্থান সকল ক্ষেত্রেই রয়েছে বৈচিত্র এরপরও এই বৈচিত্রের মধ্যে ঐক্যই দেশের কৃষ্ণের মূল আর এই বিষয়টিকে তুলে ধরতে গত বছর থেকে গান্ধীবাদী যুব সংগঠন যুব বিকাশ কেন্দ্র রাজ্যে হেরিটেজ ফেস্ট নামক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে চলেছে এই অনুষ্ঠান আগামী ২৩ নভেম্বর থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই অনুষ্ঠান হবে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানে দেশের ২৫ টি রাজ্যের যুব প্রতিনিধিরা যেমন উপস্থিত থাকবেন তেমনি নেপাল ভুটান ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন মোটকথা যুব বিকাশ কেন্দ্রের দ্বিতীয় হেরিটেজ ফাস্ট আন্তর্জাতিক মর্যাদা পেতে চলেছে এদিন আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার। যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার জানিয়েছেন এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো যুবক-যুবতীদেরকে ন্যাশনাল ইন্টিগ্রেশন এর প্রতি উৎসাহিত করা এবং রাজ্যের বিভিন্ন সাংস্কৃতির সঙ্গে দেশ-বিদেশের সাংস্কৃতির আদান-প্রদান। যুব বিকাশ কেন্দ্র মনে করে এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পোড়ানো ঐতিহ্য এবং সাংস্কৃতির প্রচার-প্রসার হবে এবং রাজ্যের বিভিন্ন পর্যটনেরও দেশ-বিদেশে প্রচার হবে। তাই যুব বিকাশ কেন্দ্র রাজ্যের প্রত্যেক জনগণকে এ অনুষ্ঠানে আগামী ২৩ থেকে ২৯ নভেম্বর ২০২৩ সম্মিলিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।
রাজ্য
আগামী ২৩ নভেম্বর থেকে সাত দিনের হেরিটেজ ফেস্ট অনুষ্ঠানের আয়োজন
- by janatar kalam
- 2023-11-21
- 0 Comments
- Less than a minute
- 2 years ago





Leave feedback about this