জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২১ মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ৭ দিনের ওই অধিবেশন চলবে ১ এপ্রিল পর্যন্ত। কোন বিল আপাতত থাকছে না। উন্নয়ন মূলক কাজে বিরোধীদেরও আলোচনায় অংশ গ্রহণ চায় সরকার। বিএসি বৈঠক শেষে জানালেন মন্ত্রী রতনলালনাথ। রাজ্যের সার্বিক উন্নয়ন মূলক কাজে বিরোধীদেরও আলোচনায় অংশ গ্রহণ চায় সরকার। তার জন্য বিধাসভা অধিবেশনের দিনক্ষণ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
বিএসসি বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই বললেন সংসদীয় বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। আগামী ২১ মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ৭ দিনের ওই অধিবেশন চলবে ১ এপ্রিল পর্যন্ত। এই বিষয়ে বুধবার রাজ্য বিধানসভায় বিজনেস এডভাইজারি কমিটির (বিএসি) বৈঠক হয়। এবারের অধিবেশনের সময় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়নি বলে বৈঠক শেষে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।
তিনি বলেন বৈঠকে শাসক বিরোধী সমস্ত এডভাইজারি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া অধিবেশন যাতে পরবর্তী শুক্রবার পর্যন্ত করা হয়। অর্থাৎ ২১ মার্চ থেকে যে অধিবেশন শুরু হবে তা চলবে ২৮ মার্চ পর্যন্ত। ৬ দিনের অধিবেশন করার। কিন্তু সরকার পক্ষ তা আরো একদিন বাড়িয়ে ১লা এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সবাই আলোচনা করার সুযোগ পায়। উন্নয়ন মূলক কাজে বিরোধীদেরও আলোচনায় অংশ নিতে পারেন। বিধানসভায় বাজেট অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানার মন্ত্রী রতন লাল নাথ।
Leave feedback about this