2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব- সুস্থ কৈশোর অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিশু ও কিশোর কিশোরীর জনস্বাস্থ্য কর্মসূচীর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার ২০২১ সালের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব- সুস্থ কৈশোর অভিযান-এর বিশেষ কর্মসূচি সূচনা করে। কৃমি সংক্রমণ, শরীরে ভিটামিন-এ-র অভাব, শৈশবে ডায়রিয়া এবং আয়রণ ও ফলিক অ্যাসিডের অভাব শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের জন্য একটি উদ্বেগজনক বিষয়। এইসব ঘাটতি শিশুর পুষ্টি গ্রহণে বাধাসৃষ্টি করে এবং শিশু বা কিশোর-কিশোরীরা অপুষ্টি, রক্তাল্পতায় ভোগে। সেইসঙ্গে তাঁদের শিক্ষাগত, শারীরিক ও মানসিক বিকাশও ব্যাহত হয়। শিশু ও কিশোর- কিশোরীদের সুস্থ রাখতে, তাঁদের পুষ্টির বিকাশ, শারীরিক ও জ্ঞানগত ক্ষমতার বিকাশ এবং শূন্য থেকে ১৯ বছর বয়সের মধ্যে কিশোর- কিশোরীদের রক্তাল্পতা নিয়ন্ত্রণ করা-ই মুখ্যমন্ত্রী “সুস্থ শৈশব- সুস্থ কৈশোর অভিযান”-এর উদ্দেশ্য। নিয়ম অনুযায়ী কৃমিনাশক ওষুধ সেবন, ভিটামিন-এ, ওআরএস ও জিঙ্ক, আইএফএ পরিপূরক গ্রহণ করলে, টিটেনাস-ডিপথেরিয়ার টিকা ১০ এবং ১৬ বছর বয়সে নিলে; শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। সেইসঙ্গে শিশু ও কিশোর কিশোরীদের পুষ্টি, সামগ্রিক বিকাশ এবং জীবনমান উন্নত হবে। তাই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব- সুস্থ কৈশোর অভিযানের অভিজ্ঞতার ভিত্তিতে জাতীয় কৃমিনাশক দিবস, আয়রণ ফলিক অ্যাসিড সম্পূরক, ভিটামিন-এ, প্রবলতর ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী, পোষণ অভিযান, টিটেনাস-ডিপথেরিয়া টাকা, হাম-রুবেলা অভিযান, কৈশোরকালীন গর্ভাবস্থা প্রতিরোধ, বাড়িতে নবজাত শিশুর যত্ন, সামাজিক সচেতনতা এবং নিউমোনিয়াকে সফল ভাবে নিয়ন্ত্রণ করার জন্য অভিযান ইত্যাদি কর্মসূচি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব- সুস্থ কৈশোর অভিযানের মাধ্যমে এবারও রাজ্য জুড়ে পালন করা হবে। বিদ্যালয়, অঙ্গনওয়াড়িৎকেন্দ্র এবং বাড়ি বাড়ি অভিযানের মাধ্যমে শূণ্য থেকে ১৯ বছর বয়সের কিশোর-কিশোরীদের ওষুধ ও সম্পূরক বিতরণ করা হবে। এবারের এই অভিযানে শূন্য থেকে ১৯ বছরের ১১ লক্ষ ১১ হাজার ছেলেমেয়ে এবং কিশোর-কিশোরীদের ওষুধ খাওয়ানো হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই কর্মসূচি। চলবে আগামী তিন অক্টোবর পর্যন্ত। বিলোনিয়া শচীন দেব বর্মন অডিটোরিয়ামে আগামী ১৯ সেপ্টেম্বর এই অভিযানের রাজ্যভিত্তিক শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তার ডি কে চাকমা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার সঞ্জয় রুদ্র পাল, ডাক্তার মৌসুমী সরকার প্রমূখ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service