2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

আগামীকাল থেকে শুরু হবে প্রদেশ বিজেপির হর ঘর তিরঙ্গা কর্মসূচী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১১ আগস্ট থেকে শুরু হবে প্রদেশ বিজেপির হর ঘর তিরঙ্গা কর্মসূচী। ১১ থেকে ১৩ আগস্ট হবে রাজ্যের সর্বত্র তিরঙ্গা যাত্রা। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার।

তিনি জানান দলের সর্বভারতীয় কমিটির নির্দেশমতো এবছরও কর্মসূচী নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি।তাপস মজুমদার জানান ১১ থেকে ১৩ আগস্ট প্রতিটি মণ্ডলে তিরঙ্গা যাত্রা হবে। ১৩ আগস্ট শ্রদ্ধা জানানো হবে বিভিন্ন স্মৃতি সৌধে যারা দেশের স্বাধীনতার জন্য জীবন বলিদান দিয়েছেন তাদের।

এই কর্মসূচীতে বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি সহ দলের কার্যকর্তারা। ১৪ আগস্ট হবে বিভাজন বিভীষিকা বিষয়ক আলোচনা। প্রতি জেলায় হলসভা এবং মোমবাতি মিছিল হবে। ১৩ থেকে ১৫ তারিখ সকলে যাতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service