জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের প্রাক্তন পারিষদ হরিপদ চক্রবর্তী প্রয়াত। বুধবার সন্ধ্যায় আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।তিনি রেখে গেছেন স্ত্রী ও দুই কন্যাসহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী। প্রয়াত হরিপদ চক্রবর্তী কর্মজীবনে ছিলেন শিল্পদপ্তরের এক আধিকারিক। পরবর্তী সময়ে চাকুরী থেকে অবসর নেবার পর পুর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পারিষদ নির্বাচিত হন। তিনি হয়েছিলেন সমবায় ব্যাংকের চেয়ারম্যানও। ছিলেন পার্টির রামনগর অঞ্চল কমিটির প্রাক্তন সদস্য। বৃহস্পতিবার হাসপাতাল থেকে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় প্রয়াতের নিজ বাসভবনে। পরে সেখান থেকে সিপিআইএম জেলা ও রাজ্য কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাজ্য কার্যালয়ে প্রয়াতের মরদেহে দলীয় পতাকা দিয়ে ডেকে দেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সেখানে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম রাজ্য নেতৃত্ব মানিক দে, নারায়ণ কর, রতন দাস, পবিত্র করসহ আরো অনেকে। দলীয় কার্যালয়ে অন্তিম শ্রদ্ধা জানানোর পর বটতলা মহাশ্মশানে সম্পন্ন হয় প্রয়াত হরিপদ চক্রবর্তীর শেষকৃত্যের কাজ।
রাজনৈতিক
রাজ্য
আগরতলা পুর নিগমের ১৪ নং ওয়ার্ডের প্রাক্তন পারিষদ হরিপদ চক্রবর্তী প্রয়াত
- by janatar kalam
- 2023-08-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this