2025-04-03
Ramnagar, Agartala,Tripura
নির্বাচন রাজ্য

আগরতলা ডিড রাইটার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হল সোমবার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা ডিড রাইটার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হল সোমবার। কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। নির্বাচনে মোট ১১ টি পোস্টের জন্য প্রতিদ্বন্দিতা করেন ১৩ জন প্রার্থী। মোট ১৬ জন মনোনয়নপত্র জমা দেওয়ার পর একজনের মনোনয়নপএ বাতিল হয়।

দুজন তাদের প্রার্থীপদ প্রত্যাহার করেন। ফলে ১১ টি পোষ্টের জন্য ১৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যায়। সোমবার বিকেলেই ভোট গণনা করা হয়। আগরওলা ও জিরানীয়া নিয়ে ৭০ জন ভোটার আজকের এই নির্বাচনে ভোটদান করেন। সুশৃঙ্খল ভাবেই ভোট দান করেন তারা। এদিন সকাল থেকেই আদালত চত্বরে ভিড় জমান ডিভরাইটাররা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service