2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

আইপিএফটি ও তিপ্রা মথা দল ছেড়ে ৭পরিবারের ২৩ জন ভোটার বিজেপি দলে যোগদান 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই লোকসভা নির্বাচন। রাজ্যের ২ বিধানসভা আসনে সদ্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। এই দুই আসনে প্রত্যাশা মতই রাজ্যের শাসক দলের প্রার্থীরা জয় লাভ করে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। সে জায়গায় অন্য দল গুলোর প্রাক প্রস্তুতি প্রায় শূন্যের কোঠায় এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তবে শাসক দল যে তার প্রাক প্রস্তুতিতে কোন খামতি রাখতে নারাজ সেই চিত্র প্রায়ই দেখা যায় বিভিন্ন ছোট বড় যোগদানের মধ্য দিয়ে। বুধবারও এমন একটি চিত্র সামনে আসল। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েও এই চিত্র সামনে আসল। টাকারজলা বিধানসভার অন্তর্গত আইপিএফটি ও তিপ্রা মথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করলেন সাত পরিবারের তেইশ জন ভোটার সহ নেতৃত্বরা। তাদেরকে স্বাগত জানালেন বিজেপি রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্জ ,বিজেপি রাজ্য সম্পাদক জসীমউদ্দীন, বিজেপি জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি মঙ্গল দেববর্মা। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্জ বলেন বিজেপি শাসনাধীনেই রাজ্যের জনজাতিদের উন্নতি সম্ভব একথা তারা বুঝতে পেরেছেন। সে দিকে লক্ষ্য রেখেই তারা বিজেপিতে যোগদান করছেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service