জনতার কলম আগরতলা প্রতিনিধি :- গত ২৬ নভেম্বর ধর্মনগরে সংযুক্ত কিসান মোর্চা ও সারা ভারত কৃষক সভার প্রতিবাদ কর্মসূচিতে দুষ্কৃতীদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানাল সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি। সংগঠনের অভিযোগ, হামলার পেছনে বিজেপির গুন্ডা বাহিনী জড়িত এবং পরিকল্পিতভাবেই প্রতিবাদ কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন এই ঘটনাকে “গণতন্ত্রের ওপর বর্বরোচিত আঘাত” বলে আখ্যা দেয়। সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে বলেন, “বিজেপি সরকার প্রশাসন চালাতে ব্যর্থ। সেই ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দলের ওপর ধারাবাহিক আক্রমণ চলছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজ তলানিতে।”
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে সিপিএমের বিরুদ্ধে মিথ্যাচারের পথে হাঁটছে শাসক দল।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ও প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, নেতৃত্ব নৃপেন দত্ত, পঙ্কজ দত্তসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। তারা একযোগে দাবি তোলেন—ধর্মনগরের হামলায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তি দিতে হবে।
এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন রাজ্য সম্মেলনকে সফল করতে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সম্মেলনকে ঘিরে রাজ্যজুড়ে ৭টি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে কৃষক-ক্ষেতমজুরদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।





Leave feedback about this