জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদয়পুর শহরে প্রতিনিয়ত জাঁকিয়ে বসেছে দেহ ব্যবসার রমরমা । গত কয়েকদিন আগে উদয়পুর মাতাবাড়ি মন্দির সংলগ্ন বেনামি একটি হোটেল থেকে চারজন যুবক যুবতীকে গ্রেফতার করেছিল রাধা কিশোরপুর থানা । তার কয়েক মাস যেতে না যেতেই মঙ্গলবার রেল স্টেশন সংলগ্ন বেনামী অপর একটি হোটেল থেকে দুজন বয়স্ক লোককে মদমত্ত অবস্থায় গ্রেফতার করছে। পুলিশ উদয়পুরের বাসিন্দা ৬২ বছরের বৃদ্ধ মানিক লাল দেবনাথ এবং আগরতলার এক মহিলাকে অসংলগ্ন অবস্থায় রুমের মধ্যে প্রায় । পরে তাদেরকে উদয়পুর মহিলা থানায় ও রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশ।
Leave feedback about this