জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রথা রীতি নীতি মেনে আগরতলা দুর্গা বাড়িতে হল বাসন্তী দুর্গা পূজার অষ্টমী পূজা। মঙ্গলবার অষ্টমী পূজা সকাল থেকে শুরু হয়। পূজা শেষে ভক্তদের মধ্যে অঞ্জলি দেওয়া হয়। দুপুরে অন্নভোগের আয়োজন করা হয়। বিকেলে হয় সন্ধি পূজা। সন্ধ্যায় হয় আরতি। আচার অনুষ্ঠান মেনেই হয় দুর্গা বাড়িতে বাসন্তী পূজা।
সকাল থেকে অন্যদিনের মতো এদিনও ভক্তরা ভিড় জমান আগরতলা দুর্গা বাড়িতে। এদিকে মহা অষ্টমীর দিনে বিভিন্ন জায়গায় হয় প্রথা মেনে কুমারী মায়ের পূজা। আগরতলা উমা মহেশ্বরী আনন্দময়ী কালি বাড়িতে হয় কুমারী পূজা।এবছর কুমারী মা হয়েছে রাজধানীর রামনগরের তরুণ জয় চক্রবর্তী ও স্মিতা চক্রবর্তীর মেয়ে তৃষা চক্রবর্তী। প্রথম শ্রেণীতে পাঠরত তৃষা।
Leave feedback about this