জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশিরা এখন শুধু অনুপ্রবেশ করেই খান্ত থাকছে না, অবৈধ নেশা সামগ্রী পাচারেও হাত পাকাচ্ছে অনুপ্রবেশকারীরা। গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির পুলিশ লংকামুরা এলাকা থেকে এক বাংলাদেশী যুবককে কফ সিরাপ সহ আটক করে! পরবর্তীতে ওই যুবককে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন থানার সেকেন্ড ইন কমান্ড শ্যাম শঙ্কর রিয়াং।
ধৃত যুবককে জোর জিগ্লাসাবাদ চালানো হয়েছে। তার কাছ থেকে ২৫ টি অবৈধ কফসিরাপের বোতল পাওয়া যায়। ধৃত যুবক কেন, কোন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে, কোথা থেকে কফ সিরাপগুলি সংগ্রহ করেছে তা জানতে চাইছে পুলিশ। সারা রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। যা দেশের জন্যে ঝুঁকির কারণ বলে মনে করেন সচেতন নাগরিকরা।
Leave feedback about this