2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

অবসরকালীন ভাতা ৫হাজার ও ৩ হাজার টাকা করার দাবি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন ভাতা ৫ হাজার টাকা ও ৩ হাজার টাকা করার দাবি জানিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা অ্যাসোসিয়েশন মজদুর মনিটরিং সেল ত্রিপুরা প্রদেশ ।সোমবার ৮ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করেছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা । তাদের দাবি অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা ।সমস্ত পুরানো অঙ্গনারী কেন্দ্রগুলিতে শৌচালয়ের ব্যবস্থা করা । এছাড়া অন্যান্য দাবি গুলির মধ্যে রয়েছে গ্রীষ্মকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্থায়ী বৈদ্যুতিক ব্যবস্থা করা । অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির সমস্ত ধরনের ফ্রিডিং বিল প্রতি দেড় মাস অন্তর অন্তর প্রদান করা । তাছাড়াও বর্তমান বাজারের সঙ্গে সংহতি রেখে সমস্ত জিনিসপত্রের দাম নির্ধারণ করা ।জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে প্রাক-প্রাথমিক কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রশিক্ষনের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাক্- প্রাথমিক শিক্ষিকা হিসাবে উন্নীত করা ও সহায়িকাদেরও প্রাক্-প্রাথমিক, স্তরের সহায়িকা হিসাবে উন্নীত করা।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service