জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিয়ের ১০ বছর পর পারিবারিক কলহে ফাসিতে অাত্মহত্যা করে পিংকি দেবনাথ (২৭)নামে এক গৃহবধূ ঘটনা শান্তির বাজার মহকুমার লাউগাং পাল পাড়ায়। ঘটনার বিবরনে জানা যায় প্রায় ১০ বছর অাগে সামাজিক ভাবে শান্তির বাজার মহকুমার লাউগাং পাল পাড়ার বাসিন্দার অনুপম বৈষ্ণবের(৩৬) সাথে মনপাথর এলাকার পিংকি দেবনাথের(২৭) বিয়ে হয়।বর্তমানে তাদের ঘরে ৮বছরের এক ছেলে সন্তান ও রয়েছে,বিগত কিছু সময় ধরে অনুপম ও পিংকি মধ্যে বিভিন্ন ব্যাপারে পারিবারিক কলহ লেগে থাকে।এনিয়ে পিংকির বাপের বাড়ির লোকজন গতকাল এসে স্থানীয় লোকদের নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে এবং নিজের মেয়ে ও জামাইকে বুঝিয়ে যায় কিন্তু অাজ সকালে অনুপম ঘুম থেকে উঠে রান্না ঘরে পিংকির ঝুলন্ত দেহ দেখতে পায়।কিছুক্ষণ পরে এই খবর পেয়ে শান্তির বাজার থানার পুলিশ ও পিংকির বাপের বাড়ির লোকজন অনুপমের বাড়িতে অনুপম ও তার মাকে মারতে শুরু করে বলে অভিযোগ অনুপম ও তার মাকে বাচাতে গিয়ে স্থানীয় লোক পুলিশ প্রশাসন অল্পবিস্তর অাহত হয়।পিংকির বাপের বাড়ির লোক জনের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।অার স্থানীয়রা জানায় পিংকির বাপের বাড়ির লোকজন স্থানীয় ও পুলিশের সাথে এই ধরনের অাচরন করে ঘটনার মোর অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে।ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ ময়ন তদন্তের পর উঠে অাসবে অাসল রহস্য।
Leave feedback about this