2024-12-16
agartala,tripura
অপরাধ

পূর্ত ঘোটালায় অভিযুক্ত যশপাল ৪ দিনের পুলিশ রিমান্ডে

পূর্ত দপ্তরের অর্থ নয়ছয় কাণ্ডের আরেকজন অভিযুক্ত প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিংকে গাজিয়াবাদ সি জি এম কোর্ট থেকে ট্রানসিট রিমান্ড পাওয়ার পর আগরতলা সেশন কোর্টে নিয়ে আসা হয় । সেখানে সরকার পক্ষের উকিলের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয় । পরে সেশন কোর্ট প্রাক্তন মুখ্য সচিবকে ৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় । আগামী ২২শে ফেব্রুয়ারী অভিযুক্ত যশপাল সিংকে আবার আদালতে পেশ করা হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service