পূর্ত দপ্তরের অর্থ নয়ছয় কাণ্ডের আরেকজন অভিযুক্ত প্রাক্তন মুখ্য সচিব যশপাল সিংকে গাজিয়াবাদ সি জি এম কোর্ট থেকে ট্রানসিট রিমান্ড পাওয়ার পর আগরতলা সেশন কোর্টে নিয়ে আসা হয় । সেখানে সরকার পক্ষের উকিলের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয় । পরে সেশন কোর্ট প্রাক্তন মুখ্য সচিবকে ৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় । আগামী ২২শে ফেব্রুয়ারী অভিযুক্ত যশপাল সিংকে আবার আদালতে পেশ করা হবে।