2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

আবারো দুঃসাহসিক চুরির ঘটনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-চুরির ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় ঘটছে একাধিক চুরির ঘটনা। অথচ নীরব দর্শকের ভূমিকায় যেন পুলিশ। দিন দিন চুরির ঘটনা বেড়ে চললেও, চোরচক্রের হাত থেকে সাধারণ নাগরিকদের স্বস্তি দিতে কার্যত যেন ব্যর্থ পুলিশ। ফলে স্বাভাবিকভাবেই চোরের আতঙ্কে এখন আতঙ্কগ্রস্ত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। কার্যত পুলিশকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে নির্জনতার সুযোগে কাজে লাগিয়ে প্রতিদিন হাত সাফাই করে চলেছে চোরচক্র। রবিবার রাতে এমনই এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে রাজধানী আগরতলার জনবহুল এলাকা বলে পরিচিত কের চৌমুনিতে। চোরের দল এদিন হানা দিল একটি ওষুধের দোকানে। ব্যস্ততম সড়কের পাশে থাকা এই দোকানের দরজা ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেয় বলে অভিযোগ। সাত সকালে দোকানে চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক রামকৃষ্ণ দেবনাথ। সঙ্গে সঙ্গেই তিনি চুরির ঘটনাটি অবগত করেন স্থানীয় পুলিশকে। কিন্তু পুলিশ বেশ কয়েক ঘন্টা বাদে ঘটনাস্থলে আসে চুরির তদন্তে। এতে করে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। এদিকে জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় অন্যান্য ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে নতুন করে দেখা দেয় আতঙ্ক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service