2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

মানসিক ভারসাম্যহীন ছেলের আক্রমণে গুরুতর আহত বৃদ্ধ মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মানসিক ভারসাম্যহীন সন্তানের হাতে রক্তাক্ত হলেন এক বৃদ্ধ মা। আহত মায়ের নাম রেনুবালা দেবনাথ। ঘটনা রানির বাজার থানাধীন মোহনপুর এলাকায়। বর্তমানে রেনুবালা দেবী আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরেই রেনুবালা দেবীর পরিবারটি চলছে চরম আর্থিক সংকট। অত্যন্ত দরিদ্র এই পরিবারটি নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে আবার বাড়ির ছোট ছেলে দীপক দেবনাথ মানসিক ভারসাম্যহীন। একটা সময় দীপক কাঠমিস্ত্রির কাজ করলেও, গত কয়েক বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় পরিবারে অভাব যেন নিত্য সঙ্গীতে পরিণত হয়। এই অবস্থায় রবিবার নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে আচমকা উত্তেজিত হয়ে দীপক তার বৃদ্ধ মা রেনুবালা দেবীকে প্রচন্ড মারধোর করে। তখন বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রানির বাজার প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার শেষে জিবি হাসপাতালে হস্তান্তর করে। বর্তমানে জিবিতেই চিকিৎসাধীন রয়েছেন আহত বৃদ্ধা রেনুবালা দেবী। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service