জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্ষুদ্র ব্যবসায়ী বিমল দাসকে আজও উদ্ধার করতে পারেনি রাজ্য পুলিশ। প্রায় ১৫ দিন অতিক্রান্ত হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা দাসের স্বামী গজারিয়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বিমল দাস নিখোঁজের। নিখোঁজ ডাইরি করা হয়েছে এডি নগর থানায়। কিন্তু খবর নেই আজ পর্যন্ত। বেশ কয়েকদিন আগেও এডি নগর থানায় ডেপুটেশন দিয়েছিল অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা এসোসিয়েশন। তারপরও কোনরকম খোঁজ না পেয়ে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এসপির নিকট ডেপুটেশন প্রদান করেছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা।
অপরাধ
পুলিশ নির্বিকার নিখোঁজের নেই খবর
- by janatar kalam
- 2023-07-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this