2024-12-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

এনকাউন্টারের মৃত্যু হল কুখ্যাত খুনি হিজবুরের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পু‌লি‌শি এনকাউন্টা‌রে হত কুখ‌্যাত খু‌নি হিফজুর।পার্শ্ববর্তী রাজ্য আসামের ভাঙ্গার নাজ হত্যার কুখ্যাত খু‌নি তথা জেল ভে‌ঙ্গে পলাতক আসামী হিফজুর রহমানকে অব‌শে‌ষে এনকাউন্টার করতে বাধ‌্য হল পুলিশ।প‌রে তার মৃত‌্যু হয় শিলচর মে‌ডি‌কেল ক‌লেজ হসপিটালে।উল্লেখ্য গত এগার মে শিলচর কারাগার থেকে পালিয়ে ছিল নাজ হত্যাকারী হিফজুর সহ আ‌রেক আসামী।পরব‌র্তিতে হিফজুর অসম-মেঘালয় সীমান্তের এক ডেরায় আত্ম‌গোপন ক‌রে।তাকে পাকড়াও করতে পু‌লিশ দফায় দফায় অভিযান চালালে গতকাল রা‌তে সে পুলিশের উপর আক্রমণ চালি‌য়ে ব‌সে।এ‌তে পু‌লিশ পাল্টা গু‌লি ছুড়‌লে গুরুতর আহত হয় হিফজুর।প‌রে তা‌কে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকা‌লে সে মৃত‌্যুর কো‌লে ঢ‌লে প‌ড়ে।এমন খব‌রে স্ব‌স্তির নিশ্বাস নি‌চ্ছেন বৃহত্তর বদরপুরবাসী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service