জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মেলাঘর থানার পুলিশ উদ্ধার করেছে ৩০৮ কেজি শুকনো গাজা।, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে মেলাঘর থানার ওসি জানান, পুলিশ, ডিআইবি, সিআরপিএফ ও টি এস আরের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। মেলাঘর থানাধীন তৈবান্দাল গামাইছড়া এলাকার কমল মানিক ত্রিপুরার বাড়ি থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি ও গাজার প্যাকেট উদ্ধার করলেও কমল মানিক ত্রিপুরাকে গ্রেফতার করতে পারেনি। তার বিরুদ্ধে পুলিশ এমডিপিএস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
অপরাধ
৩০৮ কেজি গাজা উদ্ধার তৈবান্দালে
- by janatar kalam
- 2023-07-05
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this