2024-12-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

নন্দু সরকার হত্যাকাণ্ডে গ্রেফতার দুই ভাই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বলদাখাল এলাকায় নন্দু সরকার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভাস্কর দাস দিবাকর দাস নামে আপন দুই ভাইকে এই হত্যাকাণ্ডের মূল আসামি সন্দেহে বৃহস্পতিবার রাতেই রাজধানীর পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি গ্রেফতার করেছে। ২৫ ও ২৭ বছর বয়সী ভাস্কর ও দিবাকর বলদাখাল এলাকার হরিপদ দাসের ছেলে। পুলিশ আইপিসি ৩০২ ধারায় একটি মামলা গ্রহণ করে শুক্রবারই দুই ভাইকে আদালতে প্রোডিউস করবে।প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে তাদেরকে পুলিশ রিমান্ডে আনলেই মূল রহস্য বেরিয়ে আসবে। কেন সংঘটিত করা হয়েছিল এই হত্যাকাণ্ড তার কিছুটা আচ পাওয়া যাবে পুলিশ রিমান্ডেই।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service