2024-12-22
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত তিনজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চালকসহ তিন ব্যক্তি | ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে টিএসআর এর বাস ও একটি চার চাকার মাল গাড়ির সংঘর্ষে ছোট গাড়ির চালক সহ তিনজন আহত হয়েছে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত চালক সরোজ রুদ্রপাল, মনির উদ্দিন ও স্বপন রায়কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করায়। ঘটনায় টিএসআর সপ্তম ব্যাটেলিয়ানের বাস চালকও সামান্য আঘাত পেয়েছে। এ নিয়ে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যানবাহন চলাচল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service