2025-01-10
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগের হিরিক পড়বে:রেবতী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী কিছুদিনের মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ভেঙ্গে জনঢল বইবে ভারতীয় জনতা পার্টিতে।কেননা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা যোগাযোগ রাখছে বিজেপি নেতৃত্বের সঙ্গে। কয়েকদিন পরেই বিজেপি দলের উদ্যোগে যোগদান শিবিরের আয়োজন করা হবে। শিবির গুলিতে হাজার হাজার কর্মী সমর্থক বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদানের জন্য অপেক্ষায় রয়েছে। বললেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতি ত্রিপুরা। শ্রী ত্রিপুরা ধলাইজেলা বিজেপি কার্যকারিনী বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন। ধলাই জেলা সদর আমবাসায় আয়োজিত কার্যকারিনী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক শম্ভু লাল চাকমা, বিধায়িকা স্বপ্না দাস পাল, জেলা সভাপতি পরিমল দেববর্মা প্রমুখ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service