2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

আইনজীবীদের হেনস্থা ও উশৃংখল আচরণের জন্য CPIM-এর তিন নেতার সাজার রায় বহাল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আদালতে ঢুকে আইনজীবীদের হেনস্থা ও উশৃংখল আচরণের জন্য তিন সিপিআইএম নেতাকে পৃথক দুটি ধারায় দুই বছর দুই মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করেছে। অনাদায় আরও দশ দিন জেল হাজতে থাকার নির্দেশ দিয়েছে।
তিন সিপিআইএম নেতার দুই বছরের সাজার রায় বহাল রাখলো দক্ষিণ জেলা আদালত । ২০১৫ সালে বামপন্থীদের ভারত বনধ এর সময় বিলোনিয়া আদালতে এক হামলা সংগঠিত হয়েছিল, এই হামলার ঘটনার সাথে জড়িত তিন বামপন্থী নেতাকে বিলোনিয়া নিম্ন আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছিল । অভিযুক্তরা হলেন, বিলোনিয়া মহকুমা বিভাগীয় সম্পাদক তাপস দত্ত,ত্রিলোকেশ সিনহা,এবং বাবুল দেবনাথ । প্রসঙ্গত , ঘটনার দিনে আদালতে তৎকালীন জেলা ও দায়রা বিচারককে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছিল অভিযুক্তরা এবং আদালত বন্ধ করার জন্য আদালতে কর্মী ও বিচারপতির উপরও চাপ সৃষ্টি করেছিল ।সে সময়ে পুলিশের পক্ষ থেকে স্বতঃ প্রণোদিত মামলা গ্রহণ করেছিল তিন অভিযুক্তের বিরুদ্ধে। দীর্ঘ শুনানির পর আদালত তাদের পৃথক দুটি ধারায় দুই মাসের জেল ও পাঁচশ টাকা জরিমানা এবং অনাদায় আরও দশ দিনের জেল,অপর আরেকটি ধারায় দুই বছরের জেল হাজত ঘোষণা করেন । তিন অভিযুক্ত আলাদা আলাদা ভাবে জেলা আদালতে জামিনের জন্য আপিল করলে আদালত তিনটি আপিলকে একসাথে করে বুধবার পুনরায় রায় ঘোষণা করেন। তাতে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেন জেলা ও দায়রা আদালতের বিচারক আশুতোষ পান্ডে। জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী। ২০১৫ সালে রাজ্যে চরম অব্যবস্থা চলে ছিল যার পরিপ্রেক্ষিতে বামপন্থী আন্দোলনকারীরা বামফ্রন্ট সরকার থাকাকালীন কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল তুলে ভারত বনধ-এর ডাক দিয়েছিল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service