2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

নেশা বিরোধী অভিযানে নেমেছে প্রমিলারা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ । নষ্ট হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ।দিনের পর দিন নেশাকারবারিদের উশৃঙ্খলতা আর সহ্য করতে না পেরে বিশালগড় পূর্ব গকুলনগর পুকুরিয়া মুড়া এলাকার সমস্ত প্রমিলারা নেশার অভিযানে নামেন। জানা যায় নেশায় আসক্ত হয়ে ওই এলাকার যুবসমাজ চুরি সহ নানান কাজ করে যাচ্ছে।বহুবার পুলিশকে জানিয়েও কোন কাজ হয়নি বলে ওইদিন সবাই একত্রিত হয়ে অভিযানে নামে।মহিলাদের দাবি এই এলাকায় কেউ নেশার ব্যবসা করতে পারবে না। এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ সহ টিএসআর বাহিনী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service