2025-01-11
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

রেল পুলিশ রেলস্টেশন থেকে আটক করলো তিন বাংলাদেশীকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রায় প্রতিদিন রাজ্যের কোন না কোন সীমান্ত দিয়ে প্রচুর সংখ্যক বাংলাদেশী রেলপথে কিংবা সড়ক পথে দেশের বিভিন্ন রাজ্যে নিরাপদে পৌঁছে যাচ্ছে। এর জন্য অনেকেই দায়ী করছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের। অভিযোগ জওয়ানদের পরোক্ষ মদতেই দিন দিন বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশ। আর এই অনুপ্রবেশকারীরা এপারের একাংশের সহযোগিতায় রেলপথে পাড়ি দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। কখনো কখনো আবার তাদের একাংশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে ধরাও পরছেন পুলিশের হাতে। বুধবার এমনটাই দেখা গেল আগরতলা রেল স্টেশনে। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল পুলিশ রেলস্টেশন থেকেই আটক করলো তিন বাংলাদেশীকে। তাদের বাড়ি রাজশাহী জেলায়। ধৃতদের নাম রাসেল মিয়া, মোহাম্মদ আসিফ ও আব্দুল লিটন। একই সাথে এদিন পুলিশ অবৈধ বাংলাদেশি প্রবেশ কারীদের রেল স্টেশনের নিয়ে আসা একটি গাড়ি ও তার চালককেও।পরে তিন বাংলাদেশী সহ গাড়ির চালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে এদিনই আদালতে তুলে পুলিশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service