2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

চুড়াইবাড়িতে আটক ৫১৩ কেজি গাঁজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে পুলিশ এবং আইটিবিপি জওয়ানরা যৌথভাবে একটি গাড়িকে আটক করে উদ্ধার করেছে বিপুল পরিমাণ গাঁজা । পুলিশ ওত পেতে বসে থেকে ১৪ চাকার একটি লরির গোপন চেম্বার থেকে প্রায় ৫০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। পুলিশ গাড়িসহ গাড়িটির চালক ও সহচালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ নিয়ে এনডিপিএস আইনে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানায়, গোমতী জেলার উদয়পুর থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে গাজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার তাদের ধর্মনগর জেলা আদালতে তোলা হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service