2025-01-11
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

বটতলা থেকে কুখ্যাত ২ নেশা কারবারিকে আটক করল পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নগদ তিন হাজার টাকা, ব্রাউন সুগার সহ পুলিশ গ্রেপ্তার করেছে দুইজনকে। ধৃতদের কাছে বেশকিছু কোটাসহ ব্রাউন সুগার এর প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম থানার ওসি জয়ন্ত দে , বটতলা ফাঁড়ি থানার ওসি তপন দাসের যৌথ নেতৃত্বে মঙ্গল নামে এক কুখ্যাত ব্রাউন সুগার কারবারিকে আটক করেছে পুলিশ। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও অজয় কুমার দাস বলেন , নেশা মুক্ত ত্রিপুরা করতে গেলে সমাজের সকল অংশের মানুষ পুলিশকে সহযোগিতা করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলেই পুলিশকে ইনফর্ম করতে হবে। কেননা ড্রাগস এর নেশা থেকেই চুরির প্রবণতা বাড়ছে।সাধারণ নাগরিকদের আরও সচেতন হতে হবে, যাতে করে পার্কিং প্লেস গুলিতে অপরিচিত লোকদের আনাগোনা রোখা যায়। সন্দেহ হলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। এই সম্পর্কে প্রত্যেকে ওয়াকিবহাল থাকতে হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service