2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

প্রতিহিংসার আগুন বিপ্লবের বাড়িতে হামলায় ব্যাপক ভাঙচুর গাড়ি বাইক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিপ্লব কুমার দেব এর পৈত্রিক বাড়িতে হামলা , ব্যাপক ভাঙচুর চালিয়েছে বাইক ও গাড়িতে।পাল্টা হামলায় পুড়ে ছাই একাধিক দোকানপাট।রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জামজুড়িস্থিত বাড়িতে কমিউনিস্ট আশ্রিত দুষ্কৃতীদের আক্রমন। বুধবার ছিল শ্রী দেবের বাবা হিরুধন দেবের বাৎসরিক কাজ। এই উপলক্ষে রাজ্যের ও বহিঃরাজ্যের সাধু সন্তদের উপস্থিতিতে হবে পূজার্চনা। তারই প্রস্তুতি চলছিল। মঙ্গলবার আচমকা একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় বলে জানা যায়। ভাঙচুর করা হয় গাড়ি, স্কুটি বাইক। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রমণের ঘটনায় হতচকিত সাধারণ মানুষ। উল্লেখ্য এদিন সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক এই এলাকায় সাংগঠনিক বৈঠক করেন l তার পর পরই এই আক্রমণের ঘটনা বলে জানা গেছে। বিপ্লব কুমার দেবের বাড়িতে হতে চলা এদিনের অনুষ্ঠান সম্পর্কে সবাই জানতেন। তাই, এই দিনটিকে বাছাই করেই দুস্কৃতিকারীরা আক্রমণের ছক করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত বিপ্লব কুমার দেবের বাবা হিরুধন দেব, ছিলেন জন সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। বিজেপির সাংগঠনিক বিস্তারে হিরুধন দেবের অবদানের কথা টুইট করে, প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার প্রভারীর মত গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের মাধ্যমে বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় সীল মোহর দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী। বহু প্রয়াসের পরেও বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় চির ধরাতে না পেরে, অবশেষে রাজনৈতিক প্রতিহিংসার পথ অবলম্বন করলো বিরোধীরা। তবে ঘটনাটিকে, রাজ্যের শান্তির বাতাবারণকে বিঘ্নিত করতে, এটি কমিউনিস্টদের সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। আক্রমণের শিকার হয়েছে দিল্লির সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়েছে মন্ত্রী প্রণজিত সিংহ রায় , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ বিজেপির বহু নেতৃত্ব ও কার্য কর্তারা। মোতায়ন করা হয়েছে প্রচুর পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনী। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে যারা যায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service