2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

ভাগিনার বলাৎকারের শিকার মামি গ্রেপ্তার ভাগিনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মামির বলাৎকার করেছে ভাগিনা , শুধু বলাৎকার নয় দুই সন্তানের জননী মামিকে মারধর করার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। এনিয়ে কল্যাণপুর থানায় মামলা লিপিবদ্ধ হতেই পুলিশ তৎপরতার সাথে অভিযুক্ত ভাগ্নে ২৮ বছরের বিষ্ণু মুন্ডাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ রাতের আধারে মামিমাকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করেছে গুণধর ওই ভাগ্নে। উল্লেখ্য নাবালিকা ধর্ষণের ঘটনার পরপরই ন্যাক্কারজনক এই ঘটনা ঘটল কল্যাণপুর এলাকায়। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬এবং ৩২৫ ধারা মূলে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। পরপর ন্যক্কারজনক ঘটনাগুলির জন্য উদ্বিগ্ন কল্যাণপুর এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service