জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশালগড়ের পর বোমা আতঙ্ক এবার খোয়াইয়ে। দুষ্কৃতিকারীদের ছোড়া বোমায় আক্রান্ত একজন কংগ্রেস কর্মী।ঘটনার বিবরণে জানা যায়, গত ২ রা নভেম্বর খোয়াই মহকুমাস্থিত রামচন্দ্রঘাট বাজারে সাড়া জাগানো গণঅবস্থান সংগঠিত করে কংগ্রেস দল। এর পর থেকেই একাধিক কংগ্রেস কর্মী আক্রান্ত হয়। গণঅবস্থানের পর
রামচন্দ্রঘাট বাজারে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় কংগ্রেস কর্মী বিক্রম দেব রায়।পরের দিন বৃহস্পতিবার রাতে খোয়াই মহকুমার পশ্চিম গণকী গ্রাম পঞ্চায়েত এলকাস্থিত দাস পাড়া এলাকার কংগ্রেস কর্মী লিটন পালের বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। এতে গুরুতর আহত হয় কংগ্রেস কর্মী লিটন পাল। সূত্রের খবর এখানেই থেমে নেই। এবার হামলা নয় একেবারে বিশালগড়ের কায়দায় বৃহস্পতিবার গভীর রাতে খোয়াই বিমানবন্দর এলাকার কংগ্রেসের যুবনেতা শ্রীরূপ সিংহ চৌধুরীর ভাই সঞ্জন সিংহ চৌধুরী ও সৌভিক সিংহ চৌধুরীর বাড়িতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই থানার পুলিশ। গোটা বিষয় নিয়ে একটি মামলা গ্রহণ করলেও কতটুক সঠিক তদন্ত হবে কিংবা দোষীদের কতটুকু গেফতার করবে পুলিশ, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে একাংশ মহল থেকে। গভীর রাতে বোমা নিক্ষেপের ঘটনাকে ঘিরে থমথমে পরিস্থিতি খোয়াই বিমানবন্দরের গোটা এলাকা । অন্যদিকে একাংশ মহলের দাবী এই ঘটনার পরও যদি পুলিশ ঠুঠু জগন্নাথ হয়ে বসে থাকেন, তাহলে আরও বড় ঘটনার সাক্ষী হতে পারে সংস্কৃতির শহর খোয়াইয়ে।
অপরাধ
গভীর রাতে বোমা নিক্ষেপের ঘটনাকে ঘিরে থমথমে পরিস্থিতি খোয়াই বিমানবন্দরের গোটা এলাকা
- by janatar kalam
- 2022-11-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this