2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

পাঁচ লক্ষাধিক টাকার বাজি বাজেয়াপ্ত

জনতার কলম ত্রিপুরা মোহনপুর প্রতিনিধি :- লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে নিষিদ্ধ বাজি ও বেআইনি মদ বিক্রেতার বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। এই অভিযান একযোগে রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা সদর গুলিতেও চালিয়েছে প্রশাসন। রবিবার পশ্চিম জেলার মোহনপুর মহাকুমা পুলিশ প্রশাসন এবং সিপাহী জলা জেলার পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়েছে। মোহনপুরে প্রায় 20 হাজার টাকার বাজি ও 5000 টাকার বিলাতী মদ আটক করেছে।পাশাপাশি এদিন কলমচৌড়া থানাধীন রহিমপুর বাজারে বিএসএফ,পুলিশ ও কাস্টমের যৌথ অভিযানে প্রায় ৫ লক্ষ টাকার বাজি উদ্ধার করা হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service