2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

এমজি বাজারে গোডাউনে উদ্ধার অবৈধ মজুদ করা মশার কয়েল নেতৃত্বে এসডিপিও অজয় কুমার দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বাংলাদেশের মশার কয়েল উদ্ধার করেছে পুলিশ। সদর এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে মহারাজগঞ্জ ফাঁড়ির ওসি মঙ্গেশ পাটারি ও পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির উপস্থিতিতে মহারাজগঞ্জ বাজারের বেশ কয়েকটি গোডাউনে হানা দেওয়া হয়। এই সময় গোডাউন গুলি থেকে প্রচুর পরিমাণ বাংলাদেশি মশার কয়েল উদ্ধার হয়েছে। উপস্থিত ছিলেন সদর ডিসিএম শ্রীকান্ত চক্রবর্তী। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে থানায় ডেকে পাঠিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও জানান, মধ্যপ্রদেশের একটি কোম্পানি তার মশার কয়েল নকল করা হয়েছে বলে গত ২১ জুলাই একটি মামলা দায়ের করেছিল। তার পরিপ্রেক্ষিতে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে। শীঘ্রই মূল অভিযুক্তকে জালে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service