জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় অর্ধকোটি টাকার গাজা ধরা পড়ল মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে। আটক করা হয়েছে গাড়িসহ চালক ও হেল্পারকে। মুঙ্গিয়াকামি থানার পুলিশ জাতীয় সড়কের আঠারোমুড়া ৪১ মাইল এলাকাতে নেশা বিরোধী অভিযানে গাড়ি চ্যাকিং এ বসে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একটি গাড়ি আগরতলার দিক থেকে গোহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ি চালকের মতিগতি দেখে পুলিশের সন্দেহ হওয়াতে গাড়িটিকে থামিয়ে চ্যাকিং করা হয় । তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়ার নেতৃত্বে পুলিশ গাড়ি থেকে ৩৮৭ কেজি গাজার প্যাকেট উদ্ধার করেছে। একই সঙ্গে গাড়ির চালক রাজা কুমার এবং সহ চালক অমিত কুমারকে আটক করে। তাদের উভয়ের বাড়ি বিহার বৈশালি জেলাতে। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানান গাড়িটি আগরতলা থেকে গুয়াহাটি পল্টন বাজারে যাচ্ছিল। সূত্রের খবর জিরানিয়া মাধববাড়ি এলাকাতে গাড়িটিতে গাজা লোড করা হয়েছিল।
অপরাধ
অর্ধকোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ বাহিনী আটক করা হয়েছে গাড়ি চালক ও সহ চালককে
- by janatar kalam
- 2022-09-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this