2025-01-12
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

রাজধানীতে চুরি ডাকাতির ঘটনার কিনারা করতে না পারলেও গোয়েন্দা পুলিশের সহায়তায়11জন বাংলাদেশিকে আটক করে মান বাঁচিয়েছে পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এগারজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ। বুধবার পুলিশ ধৃত বাংলাদেশী নাগরিকদের আদালতে সোপর্দ করেছে। কাঁটাতারের বেড়া দেওয়া সত্বেও রোখা যাচ্ছেনা বাংলাদেশীদের অনুপ্রবেশ। প্রায় প্রতিদিন রাজ্যের সীমান্তবর্তী এলাকা গুলি দিয়ে বিএসএফ ও বি জিবি জওয়ানদের চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করছে।ইদানিংকালে রাজধানী আগরতলা শহরে চুরি ডাকাতি রাহাজানির মত ঘটনা গুলি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। এনিয়ে পুলিশ প্রশাসনের উপর বিন্দুমাত্র ভরসা রাখতে পারছেনা জনতা।পুলিশ যেখানে চোর ডাকাতদের ধরতে ব্যর্থ সেখানে জনতার ইনভেস্টিগেশনে রাজধানী আগরতলা শহরে পরপর চার যুবককে চোর সন্দেহে তুলে আনা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী।আমজনতার ক্ষোভের মুখে পুলিশ মঙ্গলবার রাতে 11 বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে নিজেদের মান বাঁচিয়েছে বলে খবর। উল্লেখ্য সম্প্রতি রাজধানী শহরের ডাকাতির ঘটনায় গভীর উদ্বিগ্ন বিভিন্ন মহল। শুধু আগরতলা শহর নয় সীমান্তবর্তী কৈলাশহর বিলোনিয়া সাবরুম ধর্মনগর খোয়াই প্রভৃতি এলাকাগুলিতে সন্দেহজনকভাবে বহু বাংলাদেশী নাগরিককে ঘোরাফেরা করতে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলেও নিট ফল আসছে শুন্য। পুলিশি তদন্তে বেরিয়ে আসছে তারা দিনমজুরের কাজ করতে অনুপ্রবেশ করছে। অথচ পার্শ্ববর্তী আসামসহ শিলচর কাছাড় ইত্যাদি এলাকাগুলিতে জেহাদী কার্যকলাপে লিপ্ত রয়েছে ওই ধরনের সন্দেহজনক বাংলাদেশিরা। এ নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি সন্ত্রাসবাদি গোষ্ঠীর নাম উঠে এসেছে। তবে ত্রিপুরা পুলিশের বক্তব্য ধৃত বাংলাদেশিরা নেহাতই রাজমিস্ত্রির কাজ করতে এখানে অনুপ্রবেশ করেছে। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় ধৃত বাংলাদেশীদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে ভারতীয় ও বাংলাদেশী টাকাসহ বেশ কয়েকটি মোবাইল ফোন। তবে পুলিশ এ নিয়ে তদন্ত চালিয়েছে বলে খবর। এদিকে রাজধানীতে পরপর চুরি ডাকাতির ঘটনায় সন্দেহজনক তিনজনকে গ্রেপ্তার করলেও পুলিশ এখন পর্যন্ত ডাকাত দলের কোন হদিস করতে পারেনি। সূত্রের খবর বাংলাদেশের নামকরা একটি ডাকাত দলের সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে
। পুলিশ সতর্কতার সঙ্গে তাদের উপর নজরদারি চালালেই হয়তো একটা কিনারা হতে পারে বলে ধারণা সাধারণ মানুষের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service