জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথভাবে উদ্ধার করেছে প্রায় 30 কেজি শুকনো গাজা। যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে বলে অনুমান পুলিশের। সংবাদে প্রকাশ, শনিবার রাত্রি প্রায় সাড়ে আটটা নাগাদ তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশে খবর আসে তেলিয়ামুড়া রেল স্টেশনে কয়েকজন লোক কাঁধে ব্যাগ নিয়ে ঘুরাঘুরি করছে। এদিকে এই খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সিভিল ড্রেসে স্টেশনে চলে যায় ট্রাফিক ডি এস পি বিক্রমজীত শুক্ল দাস এবং তেলিয়ামুড়া থানার ওসি সুবিমল বর্মন সহ পুলিশ বাহিনী। পুলিশ সন্দেহভাজন তিন ব্যক্তিকে পিছন দিক থেকে ডাক দিতেই, তারা কাঁধের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীকালে পুলিশ ব্যাগগুলিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। প্রশ্ন উঠছে রেল পুলিশের ভূমিকা নিয়ে। অভিযোগ প্রায় প্রতিদিন যাত্রীবেশে রেলে করে এইভাবে গাঁজাসহ অবৈধ নেশা সামগ্রী পাচার হচ্ছে। অথচ কোনো হেলদোল নেই রেল পুলিশের। অনেকের মতে পাচার চক্র জড়িত থাকতে পারে রেল পুলিশের নিচু তলার কর্মীরাও।
অপরাধ
পুলিশ ও ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার গাঁজা উদ্ধার
- by janatar kalam
- 2022-08-07
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this