জনতার কলম ত্রিপুরা বিলোনিয়া প্রতিনিধি :-শ্রমিক বঞ্চনা এবং শ্রমিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ তুলে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ করা বন্ধ করে দিলে শ্রমিকরা।ঘটনা বিলোনিয়া মহকুমার বনকর ঘাট নিখিল পেট্রোলিয়াম এজেন্সিতে।অভিযোগ দীর্ঘদিন ধরেই এই এজেন্সির মালিক মহিলা শ্রমিকদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার ও অশ্লীল ভাষা ব্যবহার করছে। কথায় কথায় নাকি শ্রমিকদের কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার হুমকি দিচ্ছে।এই অবস্থায় গত এক বছর ধরে মহিলা শ্রমিকরা মাত্র সাড়ে চার হাজার টাকা মাস মাইনার বিনিময়ে মালিকের দুর্ব্যবহার সহ্য করে কাজ করে আসছিল। মঙ্গলবার আচমকাই এক শ্রমিক ছুটি কাটিয়ে পাম্পে কাজে যোগ দিতে আশায় মালিক নাকি তাকে পাম্প থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয়।ফলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েছে অন্যান্য মহিলা শ্রমিকরা। তারা একযোগে মালিকের এই ধরনের জঘন্য আচরণ ও মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।শ্রমিকরা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ করা বন্ধ করে দেয়।যার ফলে চরম সমস্যায় পড়ে গিয়েছে ভোক্তা সাধারণ ও মালিকপক্ষ।
অপরাধ
শ্রমিক বঞ্চনা এবং শ্রমিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে পেট্রোল পাম্পে ধর্মঘট
- by janatar kalam
- 2022-08-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this