2025-02-24
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

পুকুরে প্রতিহিংসার বিষ দুষ্কৃতিকারীদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রুজি-রুটির একমাত্র ব্যবস্থা মাছ চাষ। সেটাও ছিনিয়ে নিতে পুকুরে প্রতিহিংসার বিষ দিল দুষ্কৃতিরা। খয়েরপুরের বৃদ্ধি নগর এলাকায় স্থানীয় মাছ চাষি কাজল দাস। তিনি তার নিজের পুকুরে মাছ চাষ করে থাকেন। এই মাছ চাষ করেই তিনি তার পরিবার প্রতিপালন করেন। সম্প্রতি তিনি তার বোনের বাড়িতে শিলচরে যান। সেখান থেকে তিনি ফিরে দেখেন তার পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুষ্কৃতিকারীরা। প্রায় ২ কানি পুকুরের মধ্যে বিষ ঢেলে দেওয়ায় পুকুরের মাছ সব মারা গিয়ে ভেসে উঠে। বুধবার তিনি জানান উনার প্রায় কম করে হলেও লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি হয়ত সে গুলি বিক্রি করে কিছু টাকা উপার্জন করতেন। এদিকে এই খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে গেলেন এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service