2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ

জোড়া খুনের মূল মাস্টারমাইন্ড পুলিশের জালে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বোধজংনগর থানা এলাকার দুর্গা চৌধুরীপাড়ার বৃন্দ মুড়াতে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃত অভিযুক্তের নাম বাবুল দেববর্মা। তাকে শালবাগান এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে বুধবার কোর্টে সোপর্দ করা হবে। এনিয়ে জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। গ্রেফতার যারা হয়েছেন তাদের মধ্যে অন্যতম মূল আসামি ছিলেন বাবুল দেববর্মা। অবশেষে তদন্তমূলে পুলিশ তাকেও জালে তুলতে সক্ষম হয়েছে।গত তেসরা জুলাই বৃন্দামুড়া এলাকায় গভীর জঙ্গলে হাত মুখ বাধা অবস্থায় উদ্ধার করে দুই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। প্রথমে অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির মৃতদেহ পুলিশ উদ্ধার করলেও পরবর্তী সময়ে মৃত দুই ব্যক্তির পরিবারের লোকজন হাসপাতালের মর্গে তাদের চিহ্নিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।আর এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মৃতদেহ উদ্ধারের দিন প্রথমে গ্রেপ্তার করে রোহিত সিনহা নামে এক যুবককে। তাকে আদালতে তোলার পর পুলিশ রিমান্ডে এনে একের পর এক প্রকৃত রহস্য খুঁজে বের করার চেষ্টা করেন আগরতলা এনসিসি থানার পুলিশ। এরপরেই একের পর এক একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার হওয়াদের অভিযোগ মূলে চাঞ্চল্যকর এই জোড়া খুনের মূল মাস্টার মাইন্ড হলেন বাবুল দেববর্মা। তাকে জালে তোলার জন্যই গত কয়েক দিন ধরে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। অবশেষে পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শালবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আগামীকাল বুধবার বাবুল দেববর্মাকে আদালতে তুলবে পুলিশ। চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ মাত্র এক পক্ষকালের মধ্যে জালে তুলতে সক্ষম হওয়ায় স্বাভাবিকভাবেই এনসিসি থানার ভূমিকায় অনেকেই খুশি। তবে জানা গেছে চাঞ্চল্যকর এই খুনের ঘটনার মূল কারণ হলো নেশা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service